মঙ্গলবার এনসিপির পদযাত্রা স্থগিত

|

রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে ভাসছে পুরো দেশ। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭১ জন।

মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দলটি মাসব্যাপী সারাদেশে এ কর্মসূচি পালন করছে।

এদিকে, ফেনীতেও সোমবার এনসিপির যে পদযাত্রা কর্মসূচিও ছিল, তা-ও স্থগিতের ঘোষণা এলে আয়োজনটি আর অনুষ্ঠিত হয়নি। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ফেনীতে সভাস্থলে চলে এসেছিলেন। পরে নেতারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়।

এই দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply