বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির বেড়িবাঁধ সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার সুযোগ-সুবিধাগুলো সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে শিক্ষার্থীদের। এ সময় গুণগত শিক্ষা, নৈতিকতা ও উদ্ভাবনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি তার বক্তব্যে মানসম্পন্ন উচ্চশিক্ষা, শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মূল্যবোধের কথা বলেন।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী বলেন, আধুনিক পাঠ্যক্রম, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ তৈরির মাধ্যমে বিইউবিটিকে একটি শিক্ষার্থী ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে আরও দূরে এগিয়ে নিতে চাই।
এছাড়াও, ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/আরএইচ

