সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল আসছে বার্ন ইন্সটিটিউটে। মাইলস্টোন ট্রাজেডিতে পোড়া রোগীদের পরীক্ষণ করবে তারা। প্রয়োজন হলে কাউকে দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে বলে জানান সম্মিলিত সামরিক হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস এম সোলায়মান।
কমান্ড্যান্ট এস এম সোলায়মান আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা আহত রোগীদের চিকিৎসা দেবে। প্রয়োজন হলে কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিবেন তারা। এছাড়াও সিএমএইচ থেকে দুজন শংকায় থাকা রোগীকে স্থানান্তর করা হবে।
এদিকে, মাইলস্টোন ট্রাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশও নিহতদের ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
/এআই

