Site icon Jamuna Television

ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান অবশেষে উড়লো

৩৯ দিন ভারতে আটকে থাকার পর অবশেষে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছে একটি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান।

আজ মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মঙ্গলবার উপকূলীয় শহর থিরুভানানথাপুরাম থেকে উড্ডয়ন করে ফাইটার জেটটি।

এর আগে, গত ১৪ জুন জ্বালানি কম থাকায় ব্রিটিশ রয়েল নেভির যুদ্ধবিমানটি ভারতে জরুরি অবতরণ করে। পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। কয়েক দফায় ব্রিটেন থেকে বিশেষজ্ঞরা গিয়েও ত্রুটি সাড়াতে পারেনি। সহায়তা করেছে ভারতের বিমানবাহিনীও। অবশেষে মেরামতের পর মঙ্গলবার বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়।

/এএম

Exit mobile version