
প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) সাড়ে সাতটার পর পুলিশের পাহারায় সেখান থেকে বের হয়ে আসেন তারা।
এর আগে, মঙ্গলবার সকাল ১১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান তারা। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। একপর্যায়ে ভবনের গেটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্কুলের শিক্ষকরাও শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতেও শান্ত হয়নি শিক্ষার্থীরা। পরে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপদেষ্টা ও প্রেস সচিব।
পরে তারা একাধিকবার বের হওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীদের বাঁধার মুখে তা সম্ভব হয়নি। ভবনের নিচে উপদেষ্টা ও গণমাধ্যমকর্মীদের ওপরও চড়াও হন বিক্ষুব্ধরা। পরে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে নিহতদের সঠিক তথ্য প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে শিক্ষার্থীরা।
/আরএইচ



Leave a reply