Site icon Jamuna Television

চতুর্থবারের মতো বাবা হওয়ায় নেইমারকে বিশেষ উপহার পাঠালো পিএসজি

ব্রাজিলিয়ান তারকা নেইমারের নতুন করে বাবা হওয়া উপলক্ষ্যে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজি। চার সন্তানের নাম লিখে পিএসজির জার্সি পাঠিয়েছেন নেইমারকে। সামাজিক যোগাযোগামধ্যমে উপহারের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।

জানা গেছে, গত ৫ জুলাই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে কন্য সন্তানের বাবা হয়েছেন নেইমার। যার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান মেল। এ নিয়ে চতুর্থবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারের সেই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার এবং তার চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও আছে।

পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার।

/এমএইচ

Exit mobile version