Site icon Jamuna Television

বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নতুন দর অনুযায়ী, আজ বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।

সবশেষ গত ৭ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমিয়েছিল বাজুস। তাতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি কমে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা দাঁড়িয়েছিল।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা ও ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

/আরএইচ

Exit mobile version