Site icon Jamuna Television

জাপানের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

কয়েক মাস আলোচনার পর অবশেষে জাপানের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র। দেশটির রফতানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন। মঙ্গলবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।

একইসাথে, যুক্তরাষ্ট্রে সাড়ে ৫শ’ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে জাপান। যার লভ্যাংশের ৯০ শতাংশই পাবে টোকিও। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, গাড়ি, চাল এবং কৃষিজাত কিছু মার্কিন পণ্য রফতানির জন্য সুযোগ করে দিবে জাপান। যা লাখ লাখ কর্মসংস্থান তৈরি করবে।

এর আগে, দেশটির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছিলো যুক্তরাষ্ট্র। গেল বছর দেশটিতে ১৪৮ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য রফতানি করে জাপান।

/এআই

Exit mobile version