Site icon Jamuna Television

৪ বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল

চার বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল। মেসির বডিগার্ড খ্যাত এই তারকার ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার মানিতে চুক্তি সম্পন্ন করার দ্বারপ্রান্তে।

ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যা সবশেষ ক্লাব বিশ্বকাপ এবং মেজর লিগ সকারে অভাববোধ করেছে ফ্লোরিডার ক্লাবটি।

তবে, ২০২৬ সালের জুন পর্যন্ত ডি পলের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। কথা পাকাপোক্ত হলে একবছর বাকি থাকতেই তিনি মাদ্রিদের ক্লাব ছাড়বেন।

মূলত, ২০২১ সাল থেকে অ্যাটলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ক্লাবটির প্রধান তারকায় পরিণত হন তিনি। ডি পল আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ এবং ‘২০২১ ও ২০২৪’ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।

/এআই

Exit mobile version