Site icon Jamuna Television

এনসিপির জুলাই পদযাত্রা ফের শুরু আজ

সারাদেশ ডেস্ক:

রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ বুধবার (২৩ জুলাই) থেকে আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা।

দলটির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। এরপর মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় বের করা হবে শোকযাত্রা। পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শোকযাত্রা শেষ হবে বাসস্ট্যান্ডে গিয়ে। সেখানে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বর উদ্বোধন করবেন। এরপর শাহরাস্তির দোয়াভাঙ্গায় হবে পদযাত্রা। চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে কুমিল্লার উদ্দেশে। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।

/এমএন

Exit mobile version