Site icon Jamuna Television

র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে মোস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ নৈপুণ্যের ফল পেলেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশের ভেতর ঢুকেছেন ‘কাটার মাস্টার’। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানেরও।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতে দেখা যায়, র‍্যাঙ্কিংয়ে বিশাল উন্নতি হয়েছে ফিজের। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে নয়ে অবস্থান করছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার সঙ্গী হিসেবে আছেন ভারতের পেসার আর্শদিপ সিং।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন শেখ মেহেদী হাসান। চলমান সিরিজে তিনি তিন উইকেট নিয়েছেন, এর মধ্যে দ্বিতীয় ম্যাচে তার বোলিং ফিগার ছিল ২৫ রানে ২ উইকেট।

৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন পেসার তাসকিন আহমেদ। ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে তানজিম সাকিব।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারদের তালিকা নিচে দেয়া হলো:

জেকব ডাফি (নিউজিল্যান্ড) – ৭৩৩ পয়েন্ট

আদিল রশিদ (ইংল্যান্ড) – ৭০২ পয়েন্ট

বরুণ চক্রবর্তী (ভারত) – ৭০৬ পয়েন্ট

আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) – ৬৯৪ পয়েন্ট

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) – ৬৯৩ পয়েন্ট

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – ৬৭৯ পয়েন্ট

রবি বিষ্ণোই (ভারত) – ৬৭৪ পয়েন্ট

রশিদ খান (আফগানিস্তান) – ৬৬৪ পয়েন্ট

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৬৫৩ পয়েন্ট

/এএম

Exit mobile version