Site icon Jamuna Television

আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে: ইরানের প্রেসিডেন্ট

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। তবে তিনি দাবি করেছেন, এই কর্মসূচি ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে’ বাস্তবায়িত হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইইউ ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে, ইরান দাবি করে আসছে যে তার কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

এই সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ‘আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না।’

বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী, কিন্তু পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না দেশটি। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে।

/এআই

Exit mobile version