Site icon Jamuna Television

স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে চিনেন উনাকে? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, সবসময় বলে এসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন উনার কোনো কার্যক্রম? উনি যে বেতনটা নেয় এটা হারাম হবে। হাসনাত বলেন, উনি যে গাড়িতে চড়েন সরকারি টাকায়, এটা জনগণের সঙ্গে বেঈমানী।

স্বাস্থ্য উপদেষ্টা কিছু বোঝেন না দাবি করে হাসনাত বলেন, উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন। আর উনি ড. মুহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এটাই উনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব?

এনসিপির এই নেতা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যায়।

স্বাথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে হাসনাত বলেন, আমরা কিছু বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, তারপর থেকে উনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না।

/এটিএম

Exit mobile version