
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও ৪৪ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৩৭ জনই শিশু।
বুধবার (২৩ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দীন।
তিনি জানান, ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জন বেশি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছে। তুলনামূলক কম ঝুঁকিতে আছে ১৩ জন দগ্ধ। বাকিরা কিছুটা ঝুঁকিমুক্ত।
সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন উল্লেখ করে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, তাদের পরামর্শ নিয়েই রোগীদের সুস্থ করে তোলার প্রাণপন চেষ্টা চলছে। রোগীদের বয়স বিবেচনায় নিয়েই চিকিৎসাসেবা চলছে।
/এমএইচ



Leave a reply