Site icon Jamuna Television

ভারত-শ্রীলঙ্কা ছাড়াই এসিসি’র এজিএমের চূড়ান্ত প্রস্তুতি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঘিরে একের পর এক জটিলতা তৈরি হলেও নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় পৌঁছেছেন সংস্থাটির চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। বুধবার (২৩ জুলাই) সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে নাকভিকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন।

তবে এই সভা ঘিরে শুরু থেকেই রয়েছে এক ধরনের অস্বস্তি। সভার ভেন্যু বাংলাদেশ হওয়ায় ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সহযোগী দেশ ওমান সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আগেই। তবুও এসিসি সভাপতি নাকভি বাংলাদেশের মাটিতেই এ সভা আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে, বিসিবি এই ইস্যুতে সরাসরি মুখ খুলতে নারাজ। সংস্থাটি শুরু থেকেই কৌশলী অবস্থান নিয়েছে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই এজিএম আয়োজনে তারা কোনো পক্ষ না। বাংলাদেশকে শুধু হোস্ট হতে অনুরোধ করায় তারা আয়োজন করছে মাত্র। সবাই মিলে এজিএম সফল করার কথাও জানান তিনি।

তবে, এই এজিএম ঘিরে যে জল ঘোলা হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। পিসিবি আর আইসিসি চেয়ারম্যানের সাথে বিসিসিআই এর তিক্ত সম্পর্কের মাঝে যে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, সেটিও এখন দিবালোকের মতোই।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমের কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের তিনটি আর সহযোগী ১০টি দেশের উপস্থিতি লাগবে। ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা এক সাথে বর্জন করলে পূরণ হবে না কোটা। তাই কোরাম পূরণের জন্য নাকি পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে রাজি করাতে।

/এমএমএইচ

Exit mobile version