Site icon Jamuna Television

দলগুলোর মধ্যে বিভেদ তৈরিতে সরকারের দায় রয়েছে: এবি পার্টি চেয়ারম্যান

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরিতে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। তবে এখন থেকে নির্বাচন আগ পর্যন্ত নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস— এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার মনে হচ্ছে। এখন পর্যন্ত কোনও উপদেষ্টাকে বহিস্কার করা হয়নি। এই সরকারের গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে। পাশাপাশি ছাত্র নেতারাও গ্রহণযোগ্যতা হারিয়েছে।

তিনি আরও বলেন, চারটি দল একে অপরের প্রতি হিংসাত্মক বক্তব্য চলতে থাকলে ভালো নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও ভালো নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টাকে সরে যাওয়ার আহ্বানও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version