Site icon Jamuna Television

২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি: সংগৃহীত।

রাজশাহী করেসপনডেন্ট:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে। বুধবার (২৩ জুলাই) রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার ড. আমজাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

কমিশনার বলেন, কিছু জটিলতা থাকায় নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। আমরা ইতোমধ্যে এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তবে আগামী ২৮ জুলাই তফসিল ঘোষণা করা হবে। 

এর আগে, রাকসু নির্বাচন এবং তফসিল ঘোষণার দাবিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

/এমএইচ

Exit mobile version