Site icon Jamuna Television

‘কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়, পাকিস্তানকে শিখিয়েছে বাংলাদেশ’

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। মিরপুরে জমে ওঠা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ রানে। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে লিটন দাসের দল।

শেষ ম্যাচের আগে দলকে একহাত নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তিনি তুলোধুনো করেছেন দলকে।

তিনি বলেন– ম্যাচ ও সিরিজ, দুটিই খুইয়েছে পাকিস্তান। বাংলাদেশকে অসংখ্য শুভেচ্ছা। আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল লিটনরা। কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করা উচিত, সেটা শিখিয়েছে বাংলাদেশ।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ফাহিম আশরাফের ৩২ বলে ৫১ রানের দারুণ ইনিংস পাকিস্তানকে শেষ পর্যন্ত ম্যাচে রেখেছিল। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ কিছু ক্যাচ ছেড়েছিল। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি ফাহিম আশরাফ। বিষয়টা মনে করিয়ে দেন রমিজ।

তিনি বলেন, শেষ দিকে বাংলাদেশ কয়েকটা ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান জিততেও পারতো। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারানোর অর্থ হলো ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন বানানো।

বাংলাদেশের দলীয় আত্মবিশ্বাস, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো প্রসঙ্গে রমিজ বলেন, গ্যালারি ছিল ভরা, খেলোয়াড়দের স্পিরিট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জাকের আলীর দারুণ লড়াকু ইনিংসটি নজরকাড়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সেই ম্যাচে জয় পেলেই পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

এর আগে, ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে এবং ২০২৪ সালে পাকিস্তানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল টাইগাররা।

/এএম

Exit mobile version