Site icon Jamuna Television

জামালপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পারভীন কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই ) রাতে তাকে পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেলিনা পারভীন কাকলী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকার মেয়ে। এছাড়া তিনি ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সবসময় সোচ্চার থাকতেন বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/এমএইচ

Exit mobile version