Site icon Jamuna Television

সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলমান থাকা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুদকের আলাদা আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে। এসব কাজে সহায়তা করা অভিযোগে তার স্ত্রী হীরার বিরুদ্ধেও তদন্ত চলছে।

এর আগে, গত বছরের ২৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. আবদুল বাতেন ও তার স্ত্রী হীরার নামে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

/আরএইচ

Exit mobile version