Site icon Jamuna Television

কেউই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড নয়: জামায়াত আমীর

ফাইল ছবি।

বিপ্লবের কৃতিত্ব দেশের আপামর জনগণের। এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কেউই নয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে দলটির এক সমাবেশ এ কথা বলেন তিনি।

জনশক্তি সমাবেশে, নির্বাচন না হলে দেশে কিছু সমস্যা তৈরি হবে। তবে দুর্বল নির্বাচন নয়, লেভেল প্লেয়িং ফিল্ড ও কালো টাকা ছড়াছড়ি মুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে হবে। এ সময় আগামী বছরের প্রথমেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

জামায়াত আমীর আরও বলেন, এতোদিন যারা দেশ চালিয়েছে তারা জনগণের কথা ভাবেনি। দুর্নীতিবাজদের কারণে বিদেশেও দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

/আরএইচ

Exit mobile version