ম‍্যাক্স সিক্সটি টুর্নামেন্টে সাকিবদের ধর্মঘট, একাধিক ম্যাচ বাতিল

|

সাকিব আল হাসানসহ ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্র্যাথওয়েটের মতো বিশ্বখ্যাত ক্রিকেটারদের অংশ নেয়া ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শেষ ধাপে দেখা দিয়েছে চরম জটিলতা। বেতন না পাওয়ার প্রতিবাদে খেলোয়াড়রা ধর্মঘটে গেলে একাধিক ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।

কেম্যান দ্বীপপুঞ্জে চলমান এ টুর্নামেন্টের বিষয়ে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই খেলোয়াড়দের বেতন দেয়ার কথা ছিল কিন্তু তা এখনও পরিশোধ করা হয়নি। এর প্রতিবাদে খেলোয়াড়েরা গত মঙ্গলবার (২২ জুলাই) পাঁচটি ম্যাচে অংশ না নিয়ে ধর্মঘটে যান।

ওইদিন সন্ধ্যায় টুর্নামেন্টের আয়োজক সংস্থা ম্যাক্স সিক্সটি ইনস্টাগ্রামে জানায়, ‘অফ ফিল্ড ইস্যু’র কারণে সব খেলা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার বিকেল ২টায় ফাইনাল আয়োজনের ঘোষণা দেয়া হয়, যেখানে খেলার কথা ছিল ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের।

তবে কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরদিন সকালে জানানো হয়, ফাইনালের বদলে হবে ‘রানার-আপ প্লে-অফ’, যেখানে পঞ্চম স্থানে থাকা গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস খেলবে ভেগাস ভাইকিংসের বিপক্ষে। এরপর অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ অনুষ্ঠান।

এদিকে, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডাব্লিউসিএ) খেলোয়াড়দের এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। সংগঠনটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, খেলোয়াড়রা তাদের চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করেছে। কিন্তু আয়োজকদের কাছ থেকে তারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। এটা ক্রিকেটারদের প্রতি অবিচার।

তিনি আরও বলেন, এ ধরনের সমস্যা নতুন নয়। আইসিসি বা এর অনুমোদিত টুর্নামেন্টগুলোতেও চুক্তিকে গুরুত্ব না দেয়ার ঘটনা বাড়ছে। এভাবে চলতে থাকলে খেলোয়াড়দের সুরক্ষা থাকবে না।

টুর্নামেন্টটি পরিচালনা করছে বিএমপি স্পোর্টস, যা দুবাইভিত্তিক একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নিজেদের বৈশ্বিক ক্রিকেট লিগ মালিকানা ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় অগ্রগামী বলে দাবি করে। তারা অতীতে আবুধাবি, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার টি-টেন লিগেও যুক্ত ছিল।

তবে বিএমপি স্পোর্টস ও ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

/এমএইচ/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply