Site icon Jamuna Television

৫০ আরোহী নিয়ে নিখোঁজ রুশ বিমান

৫০ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে এক রুশ বিমান। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ বিমানের সঙ্গে ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

দেশটির জরুরি বিভাগ জানায়, আঙ্গারা নামক সাইবেরিয়ান ভিত্তিক একটি এয়ারলাইনসের মাধ্যমে বিমানটি পরিচালিত হচ্ছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় যাওয়ার পথে রাডার থেকে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আমুরের গভর্নর ভাসিলি ওরলভ তার টেলিগ্রামে জানান, ইতোমধ্যে বিমানটি খুঁজতে সব ধরনের তৎপরতা শুরু হয়েছে।

/এটিএম

Exit mobile version