Site icon Jamuna Television

৩ শিক্ষার্থী ও দুই অভিভাবক নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে: মাইলস্টোন কন্ট্রোলরুম

যুদ্ধবিমান বিধ্বস্তের পর এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক নিখোঁজের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কন্ট্রোলরুম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কন্ট্রোলরুম জানায়, এর বাইরে কেউ নিখোঁজের অভিযোগ দেয়নি। কিছু মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) রয়েছে। তবে সেই মরদেহগুলো ডিএনএ রিপোর্ট ছাড়া শনাক্ত করা যাচ্ছে না।

প্রসঙ্গত, আইএসপিআরে তথ্য অনুযায়ী যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৭ জন চিকিৎসাধীন রয়েছে। তবে দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।

/আরএইচ


Exit mobile version