Site icon Jamuna Television

রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের কোটায় প্লট পান শেখ হাসিনার দফতরের ১৫ ড্রাইভার

রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার কোটায় নিজ অভিপ্রায় অনুযায়ী ভিআইপিদের ১৫ জন ড্রাইভারকে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানায়। 

অথচ রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চার শ্রেণিতে ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দের কথা ছিল।

প্লট পাওয়া ১৫ ড্রাইভার হলেন— সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম এবং নুরুন্নবী।

অভিযোগ অনুসন্ধানে গতকাল বুধবার দুদকের একটি টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। এসময় তারা জানতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার কোটায় এই ১৫ ড্রাইভারকে প্লট দেয়া হয়েছিল। যার সুপারিশ করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএইচ

Exit mobile version