Site icon Jamuna Television

সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধসের ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, ফিরছেন পর্যটকরা

রাঙামাটি করেসপনডেন্ট:

সাত ঘণ্টার চেষ্টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় সড়কে থাকা পাহাড়ের মাটি সড়ানো হয়েছে। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। ফলে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ফিরতে পারছেন পর্যটকরা।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট-সাজেক সড়কের তিন স্থানে পাহাড়ের মাটি ধসে পরে। তবে এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

সড়কে মটি ধসের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকা পড়ে আনুমানিক ৪২৫ জন পর্যটক। খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করে।

/এমএইচ

Exit mobile version