Site icon Jamuna Television

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকেরের

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান জাকের আলী অনিক।

এদিকে, সিরিজ হারের মধ্য দিয়ে গত বছর থেকে এই পর্যন্ত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হার দেখেছে পাকিস্তান। এই সময়ে ৬৪ ম্যাচের মাঝে ৩৯টিতেই হেরেছে দলটি। হারের বৃত্ত থেকে বেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ইতিহাস গড়ে সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানকে ধরাশায়ী করলো টাইগাররা।

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রতিকূল অবস্থায় জাকের আলী খেলেন ৪৮ বলে ৫৫ রানের ইনিংস। মূলত তার করা এই রানের ভীতে স্বাগতিকরা ম্যাচ জেতে ৮ রানে।

ম্যাচ শেষে জাকের বলেন, আমরা পাকিস্তানকে শেষ ম্যাচে হালকাভাবে নেব না। আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জেতা। অবশ্যই হোয়াইটওয়াশ করা আমাদের লক্ষ্য।

সবশেষ দেখায় পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি পাত্তা না পাওয়ার পর দেশের মাটিতে দারুণ প্রতিশোধ নিলো বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামার প্রত্যয় টাইগারদের।

আজ জয় পেলেই পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ। এর আগে, ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে এবং ২০২৪ সালে পাকিস্তানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল টাইগাররা।

/এএম

Exit mobile version