Site icon Jamuna Television

জীবননগর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জেলা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়– উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম

Exit mobile version