Site icon Jamuna Television

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের বোদা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। এসময় দুটি আইসক্রিম কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জামাদারপাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

অভিযানে ভিসি আইসক্রিম কারখানার মালিক মফিদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং কাওসার আইসক্রিম কারখানার মালিক মহিবুল্লাহ কাওসারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুই মালিকই জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়।

জানা যায়, অভিযুক্ত দুটি কারখানা আসলে বরফকল হিসেবে নিবন্ধিত থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কাপড় রঙ, নিম্নমানের কেমিকেল এবং ব্যবহৃত নোংরা পানি ব্যবহার করে এসব আইসক্রিম তৈরি করা হতো।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভিসি কারখানা থেকে সাড়ে ৩ হাজার পিস এবং কাওসার কারখানা থেকে পাঁচশো পিস আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দকৃত আইসক্রিমের অনেকগুলোতে ছত্রাক জমে ছিল বলে জানান কর্মকর্তারা।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে দুইটি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, সেনা সদস্যরা ও বোদা থানার পুলিশ সদস্যরা। 

/এমএইচআর

Exit mobile version