অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না, সন্দেহ নুরের

|

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার মতে, সরকারের ১১ মাসে প্রত্যাশিত স্বপ্ন, দু:স্বপ্নে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি তোলেন নুরুল হক নুর। সেইসঙ্গে অন্তবর্তী সরকারের সঙ্গে যুক্ত কেউ যেনও আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানান।

রাজনীতিতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার ১ বছরেও দেশে অরাজকতা অস্থিতশীলতা বন্ধ করতে পারেনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পুর্নাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান তিনি।

এর আগে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে গণঅধিকার পরিষদ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply