Site icon Jamuna Television

বাংলাদেশকে লড়াকু টার্গেট দিল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে সালমান আগা’র দল।

শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার ফারহান ও সাইম আইয়ুব। দু’জন মিলে গড়েন ৮২ রানের উদ্বোধনী জুটি।

ব্যক্তিগত ২১ রানে নাসুম আহমেদের বলে শামীম হোসেনের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইম। ক্রিজে আসেন নতুন ব্যাটার মোহাম্মদ হ্যারিস। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান।

দলীয় ৯৩ রানে নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ফারহান। আউট হওয়ার আগে খেলেন ৪১ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। দেড়শো স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৫টি ছক্কার একেকটি দৃষ্টিনন্দন শট। ইনিংসের ১৩তম ওভারে দলীয় শতরানে পৌঁছায় পাকিস্তান।

হাসান নওয়াজ খেলেন ১৭ বলে ৩৩ রানের ইনিংস। বাকি ব্যাটারদের মধ্যে নওয়াজ ২৭ ও সালমান আগা করেন ১২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ২টি উইকেট পান নাসুম আহমেদ। এছাড়া, ১টি করে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

/এমএইচআর

Exit mobile version