Site icon Jamuna Television

কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

উপদেষ্টার পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল (মাঝে), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁয়ে) ও প্রেস সচিব শফিকুল আলম।

কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তা জানাতে হবে। এ সংক্রান্ত বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে।

এছাড়া, গ্রেফতারের সঙ্গে সঙ্গে ব্যক্তির পরিবার ও স্বজনদের জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

তবে অতীতের বহু ঘটনায় এর ব্যত্যয় ঘটতে দেখা গেছে। মূলত এমন প্রেক্ষাপটেই ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

/এমএন

Exit mobile version