পাওয়ার প্লে’তে তছনছ বাংলাদেশের টপ অর্ডার

|

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সফরকারী বোলারদের দাপটে ম্যাচের প্রথম ছয় ওভারের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দেয় পাকিস্তান।

নির্দিষ্ট রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই বিদায় নেয় ওপেনার তানজিদ তামিম। ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস।

লিটনের ব্যাটও হাসেনি এদিন। ব্যক্তিগত ৮ রানে ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর একে একে বিদায় নেয় মেহেদী হাসান মিরাজ, জাকের আলী ও মেহেদী হাসান। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৯, ৮ ও শূন্য রান। পাওয়ার প্লে’র পরের ওভারেই সালমান আগা বিদায় করেন শামীম হোসেনকে।

স্বাগতিকদের পক্ষে সালমান মির্জা তুলে নিয়েছেন ৩ উইকেট । ২টি উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান। ক্রিজে আছেন নাঈম ও সাইফুদ্দিন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply