Site icon Jamuna Television

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। তার দাবি, মাধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এ পদক্ষেপ নিতে ফ্রান্স।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ম্যাকরন লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো একটি চিঠি এক্স-এ পোস্ট করেন ম্যাকরন। সেখানে প্রথম পশ্চিমা পরাশক্তি হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানান তিনি। ম্যাকরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা।

এদিকে, ফ্রান্সের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে।

/এএম

Exit mobile version