Site icon Jamuna Television

নালিতাবাড়ী সীমান্তে ২১ রোহিঙ্গাকে পুশ ইন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে আরও ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বিএসএফ। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে নাকুগাঁও এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশ ভূ-খণ্ডে ঠেলে দেয়া হয়।

বিজিবি জানায়, এসময় পুশ ইন করা ২১ রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহল দল। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং বাকীরা শিশু ও কিশোর।

৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায় ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভারতে যায় তারা। জম্মু কাশ্মীরে হোটেল ও বাসা-বাড়িতে কাজ করতো তারা। মাস খানেক আগে তাদের আটক করে দেশটির পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।

/এমএইচ

Exit mobile version