‘কলেজিয়েট স্কুলের নতুন ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টার কাছে মডেল পাঠানো হয়েছে’

|

১৯০ বছর ধরে ঐতিহ্য ধরে রাখা ঢাকা কলেজিয়েট স্কুলের নতুন ভবন নির্মানে শিক্ষা উপদেষ্টা কাছে মডেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। শুক্রবার (২৫ জুলাই) সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি একথা জানান।

উপদেষ্টামন্ডলীর সময় ঘনিয়ে এসেছে, তবুও নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা থাকবে জানিয়ে কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙ্গায় দুঃখ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। বলেন, স্কুলের বিল্ডিং ভেঙ্গে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেতো। কিন্তু এখন আর কিছু করার নেই।

কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা এবং মুহুর্ত নিয়েও এ সময় স্মৃতিচারন করেন উপদেষ্টা। এদিকে, মাইলস্টোন স্কুলের দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি।

এদিন ঢাকা কলিজেয়েট স্কুলের ১৯০ বছরপূর্তির দিনব্যাপী অনুষ্ঠানে সাবেক থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply