Site icon Jamuna Television

নাটোরে আইসক্রিম কিনে ফেরার পথে ট্রাক চাপায় শিশু নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় উপজেলায় ট্রাক চাপায় রাবেয়া খাতুন নামে দশ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া একই উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে খেজুরতলার একটি দোকান থেকে রাবেয়াকে আইসক্রিম কিনে দেয় তার বাবা। এরপর শিশুটি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় বগুড়াগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাবেয়া মারা যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকের চালক ও সহকারী
পলাতক রয়েছে।

/আরএইচ

Exit mobile version