Site icon Jamuna Television

শেষ হলো নির্বাচনী প্রচার-প্রচারণার সময়সীমা

শেষ হলো একাদশ সংসদ নির্বাচনের সকল নির্বাচনী প্রচার। আজ শুক্রবার সকাল ৮ টায় শেষ হয় নির্বাচনী প্রচারের সময়। পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী জেলায় জেলায় পাঠানো হয়েছে। ২৯ ডিসেম্বর ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে পৌঁছে যাবে সব সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছে নির্বাচনী এলাকায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। সেক্ষেত্রে ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

Exit mobile version