Site icon Jamuna Television

বাজারে বর্ষার প্রভাব, বেড়েছে সবজির দাম, মাছের দরেও উত্তাপ

মাসুদুজ্জামান রবিন:

বর্ষা ও প্লাবনের প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কমেছে পণ্য সরবরাহও। তাই বেশকিছু সবজির দাম অস্বাভাবিক।

এক কেজি কাঁচামরিচ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে দুইশ থেকে আড়াইশ টাকা। মানভেদে এক কেজি বেগুনের জন্য গুণতে হবে ১০০ থেকে ১৩০ টাকা। দেড়শর নিচে মিলছে এক কেজি টমেটো।

করলা, ঢেড়সসহ অন্যান্য সবজির জন্যও গুণতে হবে ৭০ থেকে ৯০ টাকা। দেশের বিভিন্ন অঞ্চলের সবজিক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে, এমন দাবি বিক্রেতাদের । আর দামের এমন উত্তাপে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের ক্রেতারা।

এদিকে, উত্তাপ কমছে না মাছের বাাজারে। সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। এক কেজি আকারের ইলিশের জন্য গুণতে হচ্ছে আড়াই হাজার টাকার বেশি। ৭শ’ থেকে ৮শ’ গ্রাম ওজনের ইলিশের জন্য দিতে হবে ১৮শ’ থেকে দুই হাজার টাকা। ৬শ’ থেকে হাজার টাকার নিচে মিলছে না দেশি নদ-নদীর মাছ।

কিছুটা স্বস্তি এসেছে পোল্ট্রি বাজারে। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে লেয়ারের দাম। বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। এক কেজি ব্রয়লার মুরগির দাম হাকা হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। ৩২০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে সোনালী মুরগির বাজার।

/এমএন

Exit mobile version