Site icon Jamuna Television

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, লোকালয়ে ঢুকছে পানি

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এখনই মেরামত করা না গেলে যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এমনটা হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

তারা অভিযোগ করেন, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধের ফাটলের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

Exit mobile version