Site icon Jamuna Television

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর লক্ষ্যেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে ৭১ বা ২৪-এর মতো আন্দোলন সংগ্রাম হবে— এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতারা।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশে করেন দলের নেতাকর্মীরা। এসময় তারা জাতিসংঘের মানবাধিকার অফিস দেশে ইসলামি মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন আলাপ আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে না। প্রয়োজন রক্তক্ষয়ী সংগ্রামে নেমে আসবে তৌহিদী জনতা।

অন্যান্য দেশে মানবাধিকার কমিশনের সমালোচনা করে বক্তারা বলেন, দেশের ইসলামের সংস্কৃতি নষ্ট করতে দেয়া হবে না। এই চুক্তি বাতিল না করা হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

/এমএইচআর

Exit mobile version