Site icon Jamuna Television

মার্কিন আকাশ প্রতিরক্ষা প্যাকেজ কিনছে মিশর

মিশরকে সামরিকভাবে উন্নত করতে নানা পদক্ষেপ নিয়েছে, সিসি প্রশাসন। এর ধারাবাহিকতায় দেশটির অস্ত্র ভাণ্ডারে এবার যুক্ত হচ্ছে নতুন মার্কিন প্রযুক্তি। কায়রোর জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ প্যাকেজ অনুমোদন করেছে ওয়াশিংটন। প্রকল্পের প্রধান ঠিকাদার হবে মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান আরটিএক্স করপোরেশন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে চুক্তির কথা নিশ্চিত করেছে পেন্টাগন। জানিয়েছে, মিশরের কাছে একটি সম্ভাব্য ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা- NASAMS বিক্রির পরিকল্পনা রয়েছে। যা, যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও নরওয়ে। শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয় এ সিস্টেম।

এই প্যাকেজে থাকছে- ৪টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেনটিনাইল রাডার সিস্টেম, সহায়ক ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট। চুক্তিটি কার্যকর হলে, কমপক্ষে ২৬ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ৩৪ জন কন্ট্রাক্টর দীর্ঘসময় অবস্থান করবেন মিশরে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে দলটি।

দু’দেশের কুটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে এ চুক্তিকে। ওয়াশিংটন জানিয়েছে, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে। আশাবাদ মিত্র মিশরের নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে এ পদক্ষেপ।

উল্লেখ্য, ১৯৭৯ সালে মিসর ও ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। এরপর থেকেই নিয়মিত কায়রোকে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন।

/এমএইচআর

Exit mobile version