Site icon Jamuna Television

বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০: মাইলস্টোন কর্তৃপক্ষের বিবৃতি

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি জানিয়ে বিবৃতি দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ জুলাই) দেয়া ওই বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী অভিভাবকের জন্য অপেক্ষা করছিল।

বিবৃতিতে বলা হয়, আনুমানিক বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য স্বল্পসংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছিল।

বিবৃতি অনুয়ায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে স্কুল শাখার ২৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৪ জন অভিভাবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে ৩৯ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ২ জন আয়া, একজন অভিভাবক ও একজন পিয়ন রয়েছেন। হতাহতের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় নিহত ও হতাহতের মোট সংখ্যা তুলে ধরেছে আইএসপিআর, স্বাস্থ্য অধিদফতর, প্রধান উপদেষ্টার প্রেস উইং-ও। প্রেস উইং এর তথ্য অুনযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন।

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

/এএস/এমএন

Exit mobile version