Site icon Jamuna Television

‘ভোটকেন্দ্র পাহারার নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

ভোটকেন্দ্র পাহারার নামে কোন বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করা হবে। প্রয়োজনে আমরাই ভোটকেন্দ্র পাহারা দেব। এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে নোয়াখালীতে জয়লস্কর বিডিআর ক্যাম্পের সামনে সড়কের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, আমাদের জয় নিশ্চিত। বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবো আমরা। তাই নির্বাচন নিয়ে ভাবনার কিছু নাই।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন স্বাধীন-নিরপেক্ষভাবে কাজ করবে। যে কোন অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রনে ইসি আর প্রশাসন কাজ করবে বলে তার প্রত্যাশা।

Exit mobile version