২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি জিয়াউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া, পিবিআই-এর এসপি রুহুল কবীর খানকে প্রথম, নেত্রকোনা জেলার এসপি আবু সায়েমকে দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ডিএমপির এসপি নাসের রিকাবদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় মোট ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় বলেও জানানো হয়েছে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে। যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ২৭তম বিসিএস পুলিশের সদস্যরা ২০০৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
/এমএন

