Site icon Jamuna Television

ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভে ভাঙন, দুর্ভোগে উপকূলের প্লাবিত অঞ্চলের মানুষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্রমেই উত্তাল হয়ে উঠছে সাগর। ঢেউয়ের তোড়ে টেকনাফ ও কুয়াকাটায় ভেঙে গেছে মেরিন ড্রাইবের বেশ কিছু অংশ। সৃষ্ট জলোচ্ছ্বাসে ইতোমধ্যে উপকূলের প্লাবিত এলাকার মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) সরেজমিন দেখা গেছে, কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায় ভাঙন ধরেছে। ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি।

পানি ঢুকে প্লাবিত হয়েছে কুতবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর ও বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট। এছাড়া, মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি।

পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশকিছু অংশ। এভাবে ভাঙন চলতে থাকলে ধীরে ধীরে মেরিন ড্রাইভ পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

এছাড়াও রাত থেকে থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগের মুখে পড়েছে এলাকাবাসী।

এদিকে আজ শনিবার উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সমুদ্রবন্দরগুলোতেও দেয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।

/এমএইচ

Exit mobile version