Site icon Jamuna Television

ম্যাকরনের সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই: ট্রাম্প

গাজাকে স্বীকৃতি দেয়ার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের সিদ্ধান্তের বিষয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন ম্যাকরন যে সিদ্ধান্তই নেক, তার কোনো গুরুত্ব নেই।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়ার পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইম্যানুয়েল খানিকটা অন্য ধাঁচের মানুষ। তবে সে যাই বলুক তা কোনোরকম গুরুত্ব বহন করে না। তার সিদ্ধান্তে কোনো কিছুই পরিবর্তন হবে না। সে খুবই ভালো একজন মানুষ, তাকে আমি অনেক পছন্দও করি। তবে তার বিবৃতির কোনো প্রভাব নেই। সে যাই বলুক, যাই করুক সেটি তার উপর। আমার এ বিষয়ে কোনো মন্তব্য করার নেই। আমি যুক্তরাষ্ট্রের সাথে আছি, ফ্রান্সের সাথে নই।

এসময় হামাস প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার মনে হয় হামাসের সঙ্গে যা ঘটেছে তা ভয়াবহ। তারা সকলকে সহযোগিতা করেছে এবং দেখা যাক কী হয়।

এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে সিদ্ধান্তের কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। এরপর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা। ৯টি রাজনৈতিক দলের এসব সদস্যের অর্ধেকের বেশিই লেবার পার্টির এমপি। বড় পরিসরে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানানো হয় চিঠিতে।

/এটিএম

Exit mobile version