Site icon Jamuna Television

বিশ্বমানের ডিফেন্ডার খুঁজছে রিয়াল মাদ্রিদ, তালিকায় রয়েছেন যারা

চলমান দলবদলে হন্যে হয়ে একজন বিশ্বমানের ডিফেন্ডার খুঁজছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের পছন্দের শীর্ষে রয়েছে উইলিয়াম সালিবা। কিন্তু এই ফরাসিকে ছাড়তে নারাজ আর্সেনাল। তাইতো বিকল্প ভাবনায় লিভাপুলের ইব্রাহিম কোনাটে। এদিকে দ্যা সান বলছে ম্যানসিটি মিডফিল্ডার রদ্রিকে পেতে ১০০ মিলিয়নের প্রস্তাব দিতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

সবশেষ মৌসুমে মেজর কোন ট্রফি জেতেনি রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে বড় হারের পর নতুন করে দল পূনর্গঠনে কাজ শুরু করেছে লস ব্লাঙ্কোসরা।

তবে রিয়াল মাদ্রিদ কেবল নতুন ফুটবলার দলে নিচ্ছে, ব্যাপারটা সেরকম না। তারা মূলত পুরো সিস্টেম বদলে ফেলতে যাচ্ছে। জাভি আলনসোর অধীনে বল পজেশন কেন্দ্রিক ফুটবল খেলতে চায় রিয়াল। আর জাভির সিস্টেম বলে বিল্ড ফ্রম দ্যা ব্যাক। তিন সেন্টার ব্যাক নিয়ে একাদশ সাজাতে পছন্দ করেন এই স্প্যানিশ।

এই মৌসুমে বোর্নমাউথ থেকে স্প্যানিশ ইন্টারন্যাশনাল ডিন হুইসেনকে দলে নিয়েছে রিয়াল। ক্লাব বিশ্বকাপে দারুন পারফর্ম করা এই তরুনের আগামী মৌসুমে মূল একাদশে জায়গা নিশ্চিত।

তবে বাকি দুই পজিশনের জন্য আলাবা, রুডিগার ও মিলিতাও এর মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ডিফেন্ডাররা আছে রিয়াল শিবিরে। আছে রাউল আসেন্সিয়োর মতো প্রতিভাবান তরুনও। কিন্তু তারপরও নতুন সেন্টার ব্যাক খুঁজছে রিয়াল। প্রশ্ন উঠছে কেন?

এর কারণ গত মৌসুমের প্রায় পুরোটায় ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন ডেভিড আলাবা। দুটি এনসিএল ইনজুরিতে পড়েছিলেন মিলিতাও। আর দারুন পারফর্ম করা রুডিগারও মৌসুম শেষে চোটে পড়ে করান সার্জারি। ক্লাব বিশ্বকাপে রুডিগার ছিলেন ছায়া হয়ে, সেমিতে তার দুই ভুলে দুটি গোল খেয়েছে লস ব্লাঙ্কোসরা। আসেন্সিয়োর পারফরম্যান্সও ছিলো হাতাশাজনক। তাইতো রক্ষণে শক্তি বাড়াতে বিশ্বমানের ডিফেন্ডার খোঁজে রিয়াল।

রিয়ালের ১ নম্বর টার্গেট আর্সেনালের উইলিয়াম সালিবা। গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ফরাসি। এই ডিফেন্ডারের জন্য ট্রান্সফার ফি কোন সমস্যা নয় রিয়ালের জন্য। সমস্যা হলো আর্সেনাল। যে কোন মূল্যে দলের সেরা ডিফেন্ডারকে ধরে রাখতে চায় গানাররা।

বিকল্প ভাবনায় আছে লিভারপুলের আরেক ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাটে। আগামি মৌসুমে চুক্তি শেষ হতে যাওয়া এই ডিফেন্ডারের জন্য ৫০ মিলিয়ন চায় অলরেডরা। কিন্তু সর্বোচ্চ ৩০ মিলিয়ন দিতে রাজি রিয়াল।

এদিকে এখনও টনি ক্রুসের বিকল্প খুঁজছে রিয়াল মাদ্রিদ। মাঝ মাঠের খেলা নিয়ন্ত্রণ করতে পারে এমন মিডফিল্ডার চান কোচ জাভি। রিয়ালের শর্ট লিস্টে নাকি সবার উপরে আছে ম্যানসিটি ব্যালন ডি অল জয়ি মিডফিল্ডার রদ্রি। এই স্প্যানিশের জন্য ১০০ মিলিয়ন প্রস্তাব দিতে যাচ্ছে রিয়াল। এছাড়াও বিকল্প হিসেবে তালিকায় আছেন চেলসির এনজো ফার্নান্দেস, ইন্টারের নিকোলো রারেল্লা ও লিভারপুলের ম্যাকলিস্টার।

উল্লেখ্য, ফিফা ক্লাব বিশ্বকাপেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বাধিক শিরোপাজয়ীরা। শেষ চারে পিএসজির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

/এমএইচআর

Exit mobile version