Site icon Jamuna Television

নগরীতে কড়া নিরাপত্তা: ফাঁকা শহরে সেনা টহল

আজ সকাল আটটায় শেষ হয়েছে আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা।
গতকাল রাতভর প্রচারণা থাকলেও সকালে রাজধানীতে কোন প্রার্থীর প্রচারণার দৃশ্য দেখা যায়নি।
তবে ভোর থেকে নগরীতে কড়া নিরাপত্তাবলয় তৈরী করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো। ফাঁকা শহরে ছিল সেনাবাহিনীর টহল।

রাজধানীর বিভিন্ন অলিগতিতে সকাল থেকেই সেনা টহল লক্ষ্য করা যায়। এছাড়া পুলিশের টহলও ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অবস্থান ছিল সতর্কতামূলক। গুলশান, ধানমন্ডি, তেজগাঁও, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় পুলিশের বেশকয়েকটি চেকপোষ্ট বসানো হয়েছে। সন্দেহজনক মনে হলে গাড়িতে অবস্থানরতদের খোঁজখবর নিচ্ছে পুলিশ। এছাড়া মটর সাইকেল চলাচলরতদের কাগজপত্রও পরীক্ষা করতে দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সেখানে অবস্থান করছে অতিরিক্ত পুলিশ ও আমর্ডস পুলিশ।

তবে প্রচারণা বন্ধ হলেও এর আগে লাগানো বিভিন্ন প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা।

Exit mobile version