Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ১১ কেজি ভারতীয় রূপাসহ আটক ২

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা উপজেলা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে অভিযান চালিয়ে রূপা উদ্ধারপূর্বক দুই চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রূপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রূপা জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রূপা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

/এমএইচআর

Exit mobile version